পাল্টে যাচ্ছে পুলিশ-র্যাব-আনসারের পোশাক
প্রকাশিত : ১৪:৩৬, ২০ জানুয়ারি ২০২৫
পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ধীরে ধীরে তা কার্যকর হবে।
সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাকের রঙ হবে ‘আয়রন’, র্যাবের পোশাক হবে জলপাই (অলিভ), এবং আনসারের পোশাকের রঙ হবে ‘গোল্ডেন হুইট’।
পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি ও দুর্নীতিরোধসহ নানান বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে।’
নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলান প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে। সে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না।’
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ।
এএইচ
আরও পড়ুন