ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগবালাই

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:৫৫, ২৫ জানুয়ারি ২০২৪

মাঘের কনকনে শীতে জনদুর্ভোগ চরমে। পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগবালাই। রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকা আজও কুয়াশায় ঢাকা। দেশের উত্তরাঞ্চলসহ কয়েক জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় আজও অনেক জেলার স্কুল বন্ধ ঘোষণা করা হয়। 

দেশের বিভিন্ন জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমে জেঁকে বসেছে শীত। সাথে হিম শীতল বাতাস।

উত্তরের জেলা পঞ্চগড়ে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে কমেনি শীতের প্রকোপ। হিমেল বাতাসে বেড়েছে হাড়কাঁপানো শীত।

যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জেও দাপট দেখাচ্ছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। বিপাকে সাধারণ মানুষ।

ভুক্তভোগীরা জানান, প্রায় একমাস ধরে এভাবে শীত চলছে। গরম কাপড় নেই কষ্ট হচ্ছে মানুষের। বাচ্চাকাচ্চা নিয়ে অনেক কষ্ট করছি। শীতে নড়াচড়া করা যায়না, বাইরে বের হওয়া যাচ্ছেনা। 

গাইবান্ধায় কুয়াশার দাপট কমলেও কমেনি শীতের। হাড়কাঁপানো মাঘের শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। এলাকাবাসীরা জানান, এরকম শীত কখনও দেখিনি। ৭ দিন হলো সূর্যের দেখা মেলেনি।

মেহেরপুরে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। শীত থেকে বাঁচতে খড়কুটুর আগুনে ভরসা সাধারণ মানুষের।

পাবনাতেও ঘন কুয়াশার সাথে রয়েছে শীতের দাপট। তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে থাকায় বন্ধ রাখা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে খুলনায় বাড়ছে শিশু রোগীর সংখ্যা। কলেরা, ডায়রিয়া, নিউমনিয়া এবং জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

অভিভাবকরা জানান, খিচুনি-শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তাই হাসপাতালে ভর্তি আছি।

আরেকজন জানান, প্রথমে কাঁশি হয়েছিল, এখন নিউমোনিয়া ধরা পড়েছে।

শীত আর ঘন কুয়াশায় দুর্ভোগ বেড়েছে মৌলভীবাজারে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা শ্রমিকরা।

তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত টাঙ্গাইলের জনজীবন। কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি