পাল্লা দিয়ে বাড়ল আদা রসুনের ঝাঁঝ
প্রকাশিত : ১৯:০৬, ১৪ জানুয়ারি ২০২৩
বাজারে ঝাঁজ বেড়েছে আদা রসুনের। প্রতি কেজি আদার দাম ঠেকেছে আড়াইশ টাকায় । ৫০টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ১শ ৭০ টাকায়। মাছের দামও বেশি। শীতকালীন সবজিতে বাজার ভরা থাকলেও দাম কমেনি।
বেড়েই চলেছে আদা-রসুনের দাম। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে আড়াইশ টাকায়। আর রসুনের দাম বেড়ে দাড়িয়েছে ১শ ৭০টাকায়। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে বেড়েছে ১৫টাকা।
অনান্য বছর শীতে দেশী মাছের যোগান বেশি থাকে দামও থাকে কম। কিন্তু এবার উলটো। সব ধরণের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১শ টাকা বাড়তি। অতিরিক্ত শীতের কারণে দাম বাড়তি বলে জানান বিক্রেতারা।
বাজরে পর্যাপ্ত শীতের সবজি আছে। কিন্তু দাম কমেনি, বরং বাড়ছে।
গরুর মাংশ ৭শ আর খাশির মাংশ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কক মুরগীর দাম কেজিতে ২৫ টাকা বেড়ে হয়েছে ৩৪০টাকা।
পণ্যের দাম বাড়ায় মাথায় হাত সাধারণ ক্রেতাদের। তারা বলছেন, বাজেট মেলাতে হিমশিম অবস্থা। এদিকে নিত্য পণ্যে দামের লাগাম টানতে বাজার মনিটরিং চান ক্রেতারা।
এসবি/
আরও পড়ুন