ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পাসওয়ার্ড নিয়ে আর ভয় নেই, আসছে বায়োমেট্রিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৯ এপ্রিল ২০১৮

আপনার পাসওয়ার্ড মনে রাখতে কষ্ট হচ্ছে? বারবার ভুলে যান? অথবা সিকিউরিটি নিয়ে চিন্তিত থাকেন। চিন্তার কোনও কারণ নেই। কারণ এবার ফুরিয়ে আসছে লগইনের জন্য পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজনীয়তা। এর ফলে ব্যবহারকারীকে প্রতিটি ওয়েবসাইট ও সেবার পাসওয়ার্ড কষ্ট করে মনে রাখতে হবে না। আসছে বায়োমেট্রিক পদ্ধতি।

ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে লগইনের জন্য পাসওয়ার্ড ব্যবহারের বদলে বায়োমেট্রিকের মতো পদ্ধতি চালু করতে যাচ্ছে ওয়েবের মান নির্ধারক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম।

পাসওয়ার্ডের বদলে এবার ওয়েব অথেনটিকেশন হবে বায়োমেট্রিক এবং ব্যবহারকারীর মালিকানাধীন নিরাপত্তা কি, স্মার্টফোন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ওয়েবক্যাম দিয়ে।

লং স্ট্রিং পাসওয়ার্ড মনে রাখার ধকল এড়িয়ে ব্যবহারকারী তার শরীরের বিশেষ কোনও অঙ্গ অথবা তার এখতিয়ারে রয়েছে এমন কিছু, ব্লটুথ, এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন ব্যবহার করেই লগইন করতে পারবেন।

নতুন এই পদ্ধতি নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কনসোর্টিয়ামের নির্বাহী কর্মকর্তা জেফ জাফি বলেন, ‘ওযেবসাইটে লগইন করার ধারণাটাই বদলে দিতে যাচ্ছে ওয়েব অথেনটিকেশন।’

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি