ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পাসের হারে শীর্ষে রাজশাহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ৬ মে ২০১৮

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পাসের হারের দিক দিয়ে টানা ষষ্ঠবারের মত সারা দেশে শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। আর জিপিএ-৫ প্রাপ্তিতে বরাবরের মতই শীর্ষ আছে ঢাকা বোর্ড। তবে রাজশাহী বোর্ডে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

এবার রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৮৬ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তবে গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৭০ শতাংশ। ফলে পাসের হার কমেছে ৪ দশমিক ৬৩ শতাংশ। এদিকে সবচেয়ে কম পাস করেছে সিলেট বোর্ডে, ৭০ দশমিক ৪২ শতাংশ।

তবে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর তরুণ কুমার সরকার জানান, গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। এবার পেয়েছে ১৯ হাজার ৪৯৮ শিক্ষার্থী। অর্থাৎ ২ হাজার ১৪৯ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার জিপিএ-৫ শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার ১৮ জম ছাত্র ও ৯ হাজার ৪৮০ জন ছাত্রী রয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৯০ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করে। তার আগে ২০১৬ সালে ৯৫ শতাংশ, ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ শতাংশ, ২০১৪ সালে ৯৪ দশমিক ৩৪ শতাংশ এবং ২০১৩ সালে ৯৪ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করে এ বোর্ডে।

রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৯৮৫ জন ছেলে ও ৯৩ হাজার ৫৫৮ জন মেয়ে পরীক্ষার্থী ছিল।

এবার ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৪৮, বরিশালে ৭৭ দশমিক ১১, যশোরে ৭৬ দশমিক ৬৪ শতাংশ, চট্টগ্রামে ৭৫ দশমিক ৫০ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৭৭ দশমিক ৬২ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৮০ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডে ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি বোর্ডের ৭১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি