ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পাসের হারে সবার উপরে সিলেট বোর্ড, সর্বনিম্নে ময়মনসিংহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৫ অক্টোবর ২০২৪

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে সিলেট বোর্ডে, এই বোর্ডের পাসের হার ৮৫.৩৯ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযাগে এ ফল প্রকাশ করা হয়। 

ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

পাসের হারে সর্বোচ্চ সিলেট বোর্ডে আর সর্বনিম্নে ময়মনসিংহ বোর্ড।

সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৫৬ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.১৫ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ ও ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ।

এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি