ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পাহাড়ি শিশুদের পাশে উর্মিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ২৯ অক্টোবর ২০১৮

সুবিধাবঞ্চিত পাহাড়ি ও আদিবাসী এলাকার শিশুদের পাশে দাড়িয়েছেন নাটকের জনপ্রিয় মুখ উর্মিলা শ্রাবন্তী কর। শিশুদের উন্নত মানের শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার জন্য প্রতিষ্ঠিত ‘বিদ্যানন্দ ব্যবহারিক শিক্ষা নিকেতন’র আর্থিক ফান্ড যোগাতে পাশে দাঁড়ালেন তিনি।

এ বিষয়ে উর্মিলা বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন সামাজিক সেবামূল কাজের সঙ্গে সবসময় আমি আছি। আর বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে অনেক আগে থেকেই আছি আমি। এখন যে কাজের সঙ্গে যুক্ত হয়েছি এটা অনেক ভালো একটি কাজ। আমরা সবাই মিলে স্কুলটির ফান্ড সংগ্রহে ডকুমেন্টারিটি বানাবো। সবাই ফ্রি কাজ করে দিবেন। আশা করি এর মাধ্যমে স্কুলটি সম্পর্কে  সবাই জানবেন। সমাজের অনেকে তখন ফাউন্ডেশনের ফান্ড যুগাতে এগিয়ে আসবেন।

এছাড়া স্কুল কর্তৃপক্ষের অনুরোধে বিদ্যানন্দ স্কুলে মাসে দুইদিন ক্লাস নিবেন বলেও জানালেন উর্মিলা।

বাংলাদেশের একটি শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। যার উদ্দেশ্য হল দেশ ও দেশের বাইরে সৃজনশীল কর্মসূচীর মাধ্যমে  ছাত্রছাত্রী ও চাকুরীজীবিদের সমাজের সুবিধাবঞ্চিত সমাজের কল্যাণে সম্পৃক্ত করা এবং তাদের শিক্ষা, ক্ষমতায়নে একসাথে কাজ করায় উৎসাহিত করা। যার একটি অন্যতম প্রজেক্ট হচ্ছে বিদ্যানন্দ ব্যবহারিক শিক্ষা নিকেতন।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি