ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পাহাড়ীদের উচ্ছেদ করে পর্যটন এলাকা স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ১৮:০৯, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:০৯, ৩০ আগস্ট ২০১৬

পাহাড়ীদের উচ্ছেদ করে খাগড়াছড়িতে বিশেষ পর্যটন এলাকা স্থাপনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি । মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। জেএসএসের কেন্দ্রীয় নেতা সৌখিন চাকমার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন দলের নেতকর্মীসহ সাধারণ মানুষ। এসময় পাহাড়ীদের উচ্ছেদ করে পর্যটন এলাকা স্থাপনের তীব্র নিন্দা করে দ্রুত তা বন্ধের দাবি জানানো হয়। এর আগে জেএসএসের জেলা শাখার কার্যালয় থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি