ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পাহাড় ধসের মৃতের সংখ্যা বেড়ে ১৪৯, আরও কয়েক জন নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৪:১৪, ১৫ জুন ২০১৭

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ সৈনিক আজিজুর রহমানসহ আরো ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রাঙমাটিতে মোট ১০৮ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাড়িয়েছে। আরও কয়েক জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান শুরু করে সেনা বাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা। তাদের সহায়তায় উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয়রাও।
ঘটনাস্থল মানিকছড়িতে পাহাড় ধসের মাটির নিচ থেকে উদ্ধার করা হয় নিখোঁজ সৈনিক আজিজুর রহমানের মৃতদেহ। এছাড়া পশ্চিম মুসলিমপাড়া থেকে সুলতানা ও পোস্ট অফিস কলোনী এলাকা থেকে উদ্ধার করা হয় রূপম দত্ত নামে আরও একজনের মৃতদেহ।
বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা। রাঙামাটির সাথে সারাদেশের সড়ক যোগাযোগও  বিচ্ছিন্ন রয়েছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও।
ধসে পড়া মাটির নিচে আরও কয়েকজন চাপা পড়ে আছে বলে ধারণা স্থানীয়দের। মৃতের সংখ্যা আরও বাড়ারও আশঙ্কা তাদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি