ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ১৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩০, ১৪ জুন ২০১৭

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্গতদের কষ্ট লাঘব না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আর পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪শ’৮৬টি মেডিকেল টিমকে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 

পাহাড় ধসে হতাহতের ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ ও বাঁশখালীর দুর্গত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ, চালসহ ত্রাণ বিতরণ করেন তিনি।
সেসময় পাহাড়ে আর যাতে দুর্ঘটনা না ঘটে সে লক্ষ্যে ঝুকিপূর্ণভাবে যারা বসবাস করছে তাদের পুনর্বাসনে পরিকল্পনা নেয়ার কথা জানান মন্ত্রী।

রাঙামাটির দুর্গত এলাকা পরিদর্শন করেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের উর্দ্ধতন কর্মকর্তারা। সরকার ও দলের পক্ষ থেকে দুর্গতদের সব ধরনের সহায়তা দেয়া হবে বলে জানান।
সিংক: ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
পরে তিনি বান্দরবানে শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এদিকে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগের ৪শ ৮৬টি মেডিকেল টিমকে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সচিবালয়ে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি এ নির্দেশনা দেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি