ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পাড়াগাঁও-লাউতি সেতুতে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন (ভিডিও)

প্রকাশিত : ১২:৪৭, ১৮ জুন ২০১৯ | আপডেট: ১৩:০১, ১৮ জুন ২০১৯

ভেঙে যাওয়ার এক বছরেও পুনর্নির্মাণ না হওয়ায় ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও-লাউতি সেতুতে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। বিকল্প না থাকায় ভালুকা ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার মানুষের যোগাযোগে বেড়েছে ভোগান্তি।

বছর খানেক আগে ভালুকার হবিরবাড়ি-সখিপুর সড়কের পাড়াগাঁওয়ের লাউতি খালের ওপর নির্মিত সেতুর মাঝখানের একটি অংশ পানিতে ভেঙ্গে পড়ে। সড়ক ও জনপথ বিভাগ ভাঙা গর্তে স্টিলের পাত বসিয়ে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে।  ভারী যান চলাচল নিষিদ্ধ করার পাশাপাশি বিকল্প সড়ক ব্যবহারের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

কিন্তু বিকল্প সড়ক না থাকায় বিপাকে পড়েন দু’পারের বাসিন্দারা। সতর্কতা অমান্য করে ঝুকি নিয়েই চলছে ভারী যানবাহন।

সেতু মেরামত বা পুনর্নির্মাণ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা প্রকৌশলী।

দুর্ভোগ বিবেচনায় দ্রুত সেতুটি মেরামতের দাবি ভুক্তভোগীদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি