ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯, ২৫ জুন ২০২৩

টানা ২০ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। 

শনিবার (২৪ জুন) দিবাগত রাত থেকে একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হয়েছে।

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে বন্দরের জেটিতে ভেড়ার পর জাহাজ থেকে শুক্রবার সন্ধ্যা থেকে খালাস শুরু হয় কয়লা। শনিবার সকাল নাগাদ প্রায় কুড়ি হাজার মেট্রিকটন কয়লা খালাস করা হয়েছে বলে দাবি পায়রা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের। 

এরপর বিদ্যুৎ কেন্দ্রটি চালুর সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং আজ শনিবার মধ্য রাত থেকে পায়রার একটি ইউনিট উৎপাদনে যায়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী  এমভি অ্যাথেনা নামের একটি মাদার ভ্যাসেল প্রায় ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইনার এ্যাংকরেজে এসে পৌঁছায়। জাহাজটি শুক্রবার বিকেলে লাইটারেজে করে পায়রা বন্দরের টাক বোর্ডের নির্দেশনায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকেই জাহাজ থেকে কয়লা আনলোড শুরু হয়। 

পায়রা তার বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব জানান, যে পরিমাণ কয়লা আনলোড করা হয়েছে তা দিয়ে শনিবার মধ্য রাত থেকে বিদ্যুৎ কেন্দ্রর একটি ইউনিট চালু করার হয়েছে। 

পর্যায়ক্রমে কয়লাবাহী জাহাজ আরও আসতে থাকলে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

এর আগে ডলার সংকটের কারণে এলসি খুলতে না পারায় গত ২৫ মে প্রথম ইউনিট এবং ৫ জুন দ্বিতীয় ইউনিটসহ পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটি।

দেশের সব চেয়ে বড় কয়লা ভিত্তিক ১৩২০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ায় বিদ্যুতের ঘাটতি কমবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি