ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পায়ের চুলকানি-দুর্গন্ধ দূর করুন ৬ উপায়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রখর তাপ থেকে মুক্তি পাওয়া গেলেও বর্ষার ঝক্কি-ঝামেলা কিছু কম নয়। তার উপরে রাস্তায় পানি জমলে তো সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। সেই পানি কাদার মধ্যে দিয়ে প্রায়ই যাতায়াত করতে গিয়ে পায়ে ফাংগাল ইনফেকশনের শিকার হতে হয়। এক বার এই ফাংগাল ইনফেকশন হলে পায়ে চুলকানি বা দুর্গন্ধ হয়। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ারও বেশ কয়েকটি ঘরোয়া টোটকা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১. হেনা বা মেহেদি শুধু চুলের জন্যই ভাল নয়। হেনার পেস্ট যদি পায়ের ইনফেকশনে লাগান, তাহলে তা তাড়াতাড়ি শুকায়।

২. কাঁচা হলুদ বাটাও পায়ের ইনফেকটেড জায়গায় লাগালে সহজে ও শীঘ্রই রেহাই পাওয়া যায়।

৩. পায়ের পাতায় খুব বেশি চুলকানি হলে লেবুর রস ও ভিনিগার  মিশিয়ে তা লাগান।

৪. কাঁচা পেঁয়াজের রস ভাল করে পায়ে মালিশ করুন। এতে ক্ষত তাড়াতাড়ি শুকাবে।

৫. পুদিনা পাতা ও তুলসী পাতা বেটে তা পায়ের পাতায় লাগালেও উপকার পাবেন।

৬. ইনফেকশন থেকে পায়ে দুর্গন্ধ হলে পেপারমিন্ট অয়েল পায়ের পাতায় লাগান। শীঘ্রই উপকার পাওয়া যায় এই টোটকাতেও।

সর্বপরি, এই সব টোটকার আগেও বর্ষায় হাত পায়ের বিশেষ যত্ন নেওয়া উচিত। নোংরা পানি বা কাদা লাগলে অবশ্যই বাড়িতে গিয়ে ভাল করে পা ধুয়ে নিন।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি