ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পিআইবির উদ্যোগে সংস্কৃতি সাংবাদিকতার প্রশিক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৩৩, ১২ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশে এই প্রথমবারের মতো সংস্কৃতি অঙ্গনের সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পিআইবির সেমিনার কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।   

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দেশের দৈনিক, অনলাইন, টেলিভিশন, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকার সংস্কৃতি বিভাগের ৩৫ জন সাংবাদিক। প্রথম দিনের প্রশিক্ষণে সংস্কৃতি সাংবাদিকতার দক্ষতা অর্জন ও এর পেশাদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক, লেখক ও গবেষক মাহফুজ সিদ্দিকী ও লেখক ও সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দী। তারা এ পেশার গুরুত্ব, জাতীয় জীবনে এর প্রভাব ও অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়ে তুলে ধরেন।

প্রশিক্ষণে এ সময় উপস্থিত ছিলেন- প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর। তিনি বলেন, সংস্কৃতি সাংবাদিকতায় প্রশিক্ষণ এটাই প্রথম, আশা করি এই প্রশিক্ষণ সবাইকে সমৃদ্ধ করবে।

প্রশিক্ষণে সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন- পারভীন সুলতানা রাব্বী (প্রশিক্ষক, পিআইবি)। আরও উপস্থিত ছিলেন ঢাকা কালচারাল রিপোটার্স ইউনিটির সদস্যরা। তিন দিনের এ প্রশিক্ষণ শেষে সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে।  

 

 

এসি/এসএইচ  

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি