ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পিএসজিকে জেতালেন এমবাপে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২৩ ডিসেম্বর ২০১৮

লিগ ওয়ানে টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ে ফিরল পিএসজি। কিলিয়ান এমবাপের একমাত্র গোলে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল নঁতেকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে পার্ক দেস প্রিন্সেসে ১-০ গোলে জিতেছে টমাস টুখেলের শিষ্যরা। লিগে প্রথম ১৪ ম্যাচ জেতার পর বোর্দো ও স্ত্রাসবুরের সঙ্গে ড্র করেছিল তারা।

ঘরের মাঠে এ দিন তারকা স্ট্রাইকার নেইমারকে ছাড়াই খেলতে নামে পিএসজি। প্রথমার্ধে দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে খললেও বিরতিতে যাওয়ার আগে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮তম মিনিটে অবশেষে গোলের অপেক্ষা শেষ হয় শিরোপাধারীদের। আনহেল ডি মারিয়ার কর্ণার শট থেকে আলতো টোকায় জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। লিগে ১৩টি গোল নিয়ে গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন বিশ্বকাপ জয়ী এ নায়ক।

এ জয়ে ১৭ ম্যাচে ১৫ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৭। আর ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি