পিএসজি’র সঙ্গে নেইমারের ৫ বছরের চুক্তি
প্রকাশিত : ১৭:২৪, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:২২, ৪ আগস্ট ২০১৭
কয়েক দিন ধরে চলা নাটকীয়তার পর বার্সেলোনা ছেড়ে এবার পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। এই ফরাসি ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানায়, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে তারা পাঁচ বছরের চুক্তি করেছে।
রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাবটিতে যোগ দিলেন নেইমার। এর আগে গত বছরের আগস্টে ইউভেন্তুস থেকে পল পগবাকে সাড়ে ১০ কোটি ইউরো দিয়ে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেটাই ছিল এযাবতকালের ট্রান্সফার ফি’র রেকর্ড।
পিএসজিতে সাপ্তাহিক আট লাখ ৬৫ হাজার ইউরো হিসেবে প্রতি বছর করসহ সাড়ে চার কোটি ইউরো আয় করবেন নেইমার। সঙ্গে বিশাল অঙ্কের ওই ট্রান্সফার ফি। সবমিলিয়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের পিছনে ফরাসি ক্লাবটির খরচ দাঁড়াবে ৪৫ কোটি ইউরো।
উচ্ছ্বসিত নেইমার বলেন, পিএসজির উচ্চাকাঙ্ক্ষা আমাকে ক্লাবটিতে টেনেছে। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, আজ থেকে আমি নতুন সতীর্থদের সাহায্য করতে চেষ্টা করব।
নেইমারের এই দল বদল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা জোরালো আলোচনার মধ্যে বুধবার নিজে কাতালান ক্লাবটিতে চলে যাওয়ার সিদ্ধান্ত জানান নেইমার।
বৃহস্পতিবার তার আইনজীবীরা বাই আউট ক্লজের অর্থ দিতে গেলে তা ফিরিয়ে দেয় লা লিগা কর্তৃপক্ষ। লিগা কর্তৃপক্ষের মতে, নেইমারকে কিনতে গিয়ে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙছে পিএসজি। ফরাসি ক্লাবটি ‘ফিন্যান্সিয়াল ডোপিং’ করছে বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
পরে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে নেইমারের আইনজীবী বার্সেলোনার অফিসে গিয়ে বাই আউট ক্লজের অর্থ পরিশোধ করেন।
আর/ডব্লিউএন