ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিঠা উৎসবে মেতেছে ইবি

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলছে দিনব্যাপী পিঠা উৎসব। নানা স্বাদ আর নানা আকৃতির পিঠার পসরা সাজিয়ে বসেছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১০টা থেকে শুরু হয় পিঠা উৎসব। পাশাপাশি সেখানে ‘স্মৃতির দেওয়াল’ লিখন ও বিভিন্ন ধরনের খেলার আয়োজন রাখা হয়েছে।

বিভাগের শিক্ষার্থী সূত্রে জানা যায়, মোট পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা স্টলে আলাদা আলাদাভাবে বিভিন্ন বৈচিত্র্যময় স্বাদের পিঠা নিয়ে বসেন এবং নির্ধারিত মূল্যে তা ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিক্রি করছেন।

শিক্ষার্থীরা জানান, আগামী পহেলা মার্চ লোকপ্রশাসন দিবসের অংশ হিসেবে তাদের এই ভিন্নধর্মী আয়োজন। এতে করে বাঙালির পিঠা বৈচিত্র্যের কিছুটা চিত্র তারা ফুটিয়ে তুলতে পেরেছেন বলে আশা প্রকাশ করেন।

এদিকে বেলা ১২টার দিকে পিঠা উৎসব পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানসহ প্রমুখ।

অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, এমন আয়োজন বিশ্ববিদ্যালয়কে প্রাণবন্ত করেছে। এ ধরনের সাংস্কৃতিক চর্চা বিশ্ববিদ্যালয়েই মানায়। সকলের এমন ধরনের ছোট ছোট প্রয়াস বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও চমৎকার করে তুলবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি