ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পিত্তদোষ নিরাময়ে ডেওয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ডেওয়া ফলে মানুষের কাছে অপরিচিত হলেও এর অসাধারণ ভেষজ পুষ্টিগুণ রয়েছে। ড. তপন কুমার দে তার ‘বাংলাদেশ প্রয়োজনীয় গাছ-গাছড়া’ বইয়ে এর ওষুধী গুণ তুলে ধরেছেন। একুশে টিভি অনলাইনে এর ওষুধী ব্যবহার দেওয়া হলো-  

১) কাঁচা ডেওয়ার রস তিক্তকষায়, উষ্ণবীর্য, লঘুপাক, কফদোষণাশক, দাহকর এবং মলসংগ্রাহী।

২) পরিপক্ক ফল বায়ুনাশক ও পিত্তদোষ নিরাময় করে।

৩) ছালের ক্বাথ চামড়ায় ব্যবহার করলে রুক্ষতা দূর হয়।

৪) কাঁচা ফল থেতলিয়ে গরম পানির সঙ্গে মিশিয়ে দাস্ত পরিষ্কার হয় এবং শরীরের মেদ কমে যায়।

পরিচিতি : মাঝারী থেকে বড় ধরনের পত্র হরিৎ বৃক্ষ। কাণ্ড তুলনামূলকভাবে ছোট। পাতা সরল, এর পাতা ৬-১২ ইঞ্চি লম্বা ও ৪-৭ ইঞ্চি চওড়া, অখণ্ডিত পত্রফলক বিস্তৃত, চামড়া লোমশ ও ডিম্বাকৃতির হয়। ফুল বোঁটাহীন, গর্ভপাদপুষ্প, একলিঙ্গ, পুষ্পপট চার থেকে আটটি, অমরাবিন্যাস এপিক্যাল। ফল পাঁচ থেকে আট সে.মি. ব্যাসার্ধের হলুদ বর্ণের, অসমান ও সাইনকার্প জাতীয়।

কেএনইউ/এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি