পিবিআই’র প্রেস রিলিজ গাইডলাইন্স ও ভিডিও এডিটিং কর্মসূচী সম্পন্ন
প্রকাশিত : ১৪:৪৮, ১৩ ডিসেম্বর ২০২৩
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সাউথ গণমাধ্যম বিষয়ে দিনব্যাপি এক কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) পিবিআই সাউথের বনশ্রী কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয় ছিলো প্রেস রিলিজ গাইডলাইন্স ও ভিডিও এডিটিং।
কর্মশালায় প্রশিক্ষণার্থীদের পাঠদান করেন আজ সারাবেলা সম্পাদক, কলামিস্ট জব্বার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, গণমাধ্যম পুলিশের প্রেস রিলিজ কেন ছাপবে সেটি আগে বুঝতে হবে। এক্ষেত্রে প্রেস রিলিজের রচনা কৌশল এবং বিষয় এই দুটি দিক বেশি যত্নশীল হতে হবে।
প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে ‘ফাইভ ডাব্লিউ এবং ওয়ান এইচ’ ফর্মুলা উল্লেখ করেন। পাশাপাশি পুলিশ সদস্যরা যেন গণমাধ্যমবান্ধব হয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ভিডিও এডিটিং ও ফটোগ্রাফি ক্লাসের পাঠদান করেন দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক সাজিদ হোসেন। তিনি বলেন, একটি ছবি অনেক বর্ণনার চেয়ে শক্তিশালী। ফলে ছবির ক্ষেত্রে যাচাই বাছাই অনেক গুরুত্বপূর্ণ। তিনি ভিডিও কনটেন্ট ও ফটোগ্রাফির নানান প্রয়োজনীয় দিক তুলে ধরেন।
কর্মশালাটির সঞ্চালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন পিবিআই সাউথের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি কোর্স কার্যক্রম পরিচালনার শুরুতেই গণমাধ্যমে সংবাদ প্রকাশের নানান প্রয়োজনীয় দিক আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সাফল্য তুলে ধরেন।
এসবি/
আরও পড়ুন