ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিরামিডের গোপন কক্ষ আবিস্কারের পথে গবেষকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিশরের সবচেয়ে আকর্ষনীয় স্থান হচ্ছে পিরামিড। যা ফুফু পিরামিড নামে পরিচিত। এটি প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। গবেষকরা মনে করেন পিরামিডটি চার হাজার বছরের পুরনো। ৪৮১ ফুট উচুঁ এ পিরামিডটি নিয়ে গবেষকরা গবেষণা চলিয়ে যাচ্ছেন। তবে এটির রহস্যের জট এখনো পুরোপুরি খোলা সম্ভব হয় নি।

সম্প্রতি এটির জট খোলার জন্য গবেষকরা স্ক্যান পিরামিড নামে এক গবেষণা শুরু করেছেন। তারা মনে করছেন, এর ভেতরের যে অংশগুলো আবিষ্কার করা হয়েছে, সেগুলো ছাড়া আরও কিছু অংশ রয়েছে। যেগুলোর তথ্য প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে এবং তা প্রমাণের চেষ্টা চলছে।

এজন্য থার্মাল স্ক্যানসহ নানা আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। গবেষক মেহদি তায়োবিসহ অন্যান্য গবেষকরা এ পিরামিডের ভেতরে বিশাল গোপন কক্ষ রয়েছে বলে দাবি করেছেন । মহামূল্যবান সম্পত্তি থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

গোপন কক্ষ খুঁজে বের করার জন্য গবেষকরা থার্মোগ্রাফিসহ স্ক্যান পদ্ধতি প্রয়োগ করছেন বিজ্ঞানীরা।

সূত্র: ইনডিপেন্ডেন্ট

/ এম / এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি