ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিরোজপুরের চরখালীতে ফেরি চলাচল বন্ধ, যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে

প্রকাশিত : ১৬:৫৯, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৫৯, ১৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Feriযান্ত্রিক ত্রুটির কারণে রোববার সকাল থেকে পিরোজপুরের চরখালীতে বন্ধ রয়েছে ফেরি চলাচল। সংশ্লিষ্টরা জানায়, ৩ যুগেরও বেশি পুরোন ফেরি দিয়েই টগড়া-চরখালী রুটের যানবাহন পারাপার করা হতো। এতে প্রায়ই বন্ধ থাকতো এ রুটের ফেরি চলাচল। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সে সময় থেকে বন্ধ হয়ে যায় চলাচল। ফলে রোববরর সকাল থেকে এই রুটের যানবাহনগুলো প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে বেকুটিয়া ফেরি পার হয়ে যাতায়াত করছে। এতে ১২ টি রুটের যানবাহনের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি