ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

পিরোজপুরে ইউপি নির্বাচনের দিন হতাহতের ঘটনায় অজ্ঞাত ১৩শ’ জনকে আসামী করে মামলা

প্রকাশিত : ২৩:৩১, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৩১, ২৪ মার্চ ২০১৬

পিরোজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন হতাহতের ঘটনায় অজ্ঞাত ১৩শ’ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে। আর নির্বাচন কমিশন বলছে, আগামীতে আইন-শৃঙ্খলা বাহিনী আরও সতর্ক থাকবে। এদিকে, বরগুনায় কয়েকটি বাড়ি ও সিরাজগঞ্জে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে। পঞ্চগড়ের তেতুলিয়ায় ভাংচুর করা হয়েছে উপজেলা নির্বাচনী কার্যালয়। নির্বাচনী সহিংসতায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় এখনও স্তব্দ পিরোজপুরের মঠবাড়িয়ার ধানী সাফা। তবে, এরিমধ্যে মাঠে নেমেছে পুলিশ; অজ্ঞাত ১৩শ’ জনকে আসামী করে দায়ের করা হয়েছে মামলা। সাফা মহাবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত আর্মড এস আই সানোয়ার আলী খান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ব্যালট বাক্স ছিনতাই, গাড়ি ভাংচুর ও ম্যাজিস্ট্রেটকে হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা হয়। এতে মঠবাড়িয়ার ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী জাানিয়েছে, নির্বাচন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে হয়েছে। টাঙ্গাইলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। এদিকে, নির্বাচন পরবর্তী সহিংসতা ও চাঁদার দাবিতে বরগুনার বেতাগী উপজেলার করুণা গ্রামের নিরঞ্জন বেপারী ও দুলাল মিস্ত্রীর বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের শরিফুল ইসলামের বাড়ি লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া, পঞ্চগড়ের তেতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা উপজেলা নির্বাচনী অফিস ঘেরাও ও ভাংচুর করে। এ সময় ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। ওদিকে, এক স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে তেতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি