ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পিসিপি নেতা বা অং চিং মারমার মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬

বান্দরবানের পাহাড়ী ছাত্র পরিষদ- পিসিপি নেতা বা অং চিং মারমার মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিসিপি’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে জনসংহতি সমিতির কার্যালয় থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। সমাবেশে বক্তারা বান্দরবান পিসিপি’র তথ্য ও প্রচার সম্পাদক বা অং চিং মারমাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি জনসংহতি সমিতি ও তার সহযোগী সংগঠনের  নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি