ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পিসিবি’র চেয়ারম্যান পদ ছাড়ছেন নাজাম শেঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২০ জুন ২০২৩ | আপডেট: ১৩:৫৪, ২০ জুন ২০২৩

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন নাজাম শেঠি।

অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে গত ডিসেম্বরে দায়িত্ব পান নাজাম। তার মেয়াদ শেষ হবে আগামী ২৭ জুন। গুঞ্জন ছিল নতুম মেয়াদে পিসিবি প্রধানের দায়িত্বে থাকছেন তিনিই। 

তবে সম্প্রতি শোনা যাচ্ছে জাকা আশরাফকে পুনরায় পিসিবিতে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন দেশটির পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ জাদরানি। এ নিয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফের সাথে রেশারেশি চলছে জাদরানির। 

তাদের মধ্যে বিবাদের কারণ না হওয়ার জন্যেই নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে টুইট করেছেন বর্তমান চেয়রম্যান নাজাম শেঠি।

প্রসঙ্গত, শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিসিবির পৃষ্ঠপোষক বা অভিভাবক। আসিফ জাদরানি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট। তারা দুজন জোট করে সরকার গঠন করেছেন। 

পিসিবির চেয়ারম্যান পদে নিজের লোক হিসেবে জাকা আশরাফকে বসাতে চান আসিফ জাদরানি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি