ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ২ ডিসেম্বর ২০১৯

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬২৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১২৪টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৪টির। আর ২৮টির দাম অপরিবর্তিত।

এদিকে দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫২১ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৯ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসইতে এদিন টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৮ লাখ টাকা। ১১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- আইএফআইসি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ডাচ্-বাংলা ব্যাংক, ফরচুন সুজ, ন্যাশনাল টিউবস, এক্সিম ব্যাংক এবং সিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- ইসলামি ব্যাংক, প্যারামাউন্ট ইন্সু., ডেফোডিল কম্পিউটারস, আল আরাফাহ্ ইসলামি ব্যাংক, স্টাইলক্র্যাফট লি., সিলকো ফার্মা, ওয়াটা কেমিক্যাল, ফ্যামিলি টেক্স, রূপালি লাইফ ইন্সু, ও প্রাইম ইন্সু।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- ম্যাকসন স্পিনিং, দেশবন্ধু পলিমার, সেলভো কেমিক্যাল, প্রিমিয়ার লিজিং, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জহোলসিম বাংলাদেশ, মেট্রো স্পিনিং, লিগেসী ফুটওয়্যার, ফার্স্ট ফাইন্যান্স ও ফারইস্ট নিটিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১২ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৯ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৪১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি