ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারের সব খবর

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৮

দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। একইসঙ্গে কমছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের বাজার-মূলধনও। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৬৬টির, আর ২২টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৩৫৭ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৮০ কোটি টাকা।

সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ২০১টির, আর ১৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

শেয়ারের মার্কেট ক্যাটাগরি পরিবর্তন
৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য কোনো প্রকার ডিভিডেন্ড না দেওয়ায় ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেল নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আজ থেকে ৩০ কার্যদিবস এ শেয়ারে মার্জিন ঋণ কার্যকর হবে না।

শেয়ারের দরবৃদ্ধি নিয়ে প্রশ্ন
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিটি এই জবাব দেয়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বোর্ড মিটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিএসআরএম স্টিলস, বিএসআরএম লিমিটেড, লিগ্যাসী ফুটওয়্যার ও দ্য ইবনে সিনা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত আজ ২৫ সেপ্টেম্বর। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বোর্ড মিটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি অটোকার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত ২৬ সেপ্টেম্বর। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

বিডি অটোকার্স ২৬ সেপ্টেম্বর ২০১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বোর্ড মিটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইফাদ অটোস ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বোর্ড মিটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বর। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি