ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে বড় ধরনের দরপতন

প্রকাশিত : ১৫:৪৯, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ২৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

বড় ধরনের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। টানা চার কার্যদিবসের মতো সোমবারও দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭০টি, কমেছে ২১০টির, আর ৪১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ২৯৭ কোটি ৯১ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৫৩ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৩০২ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৫টির, আর ৩৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ১৩৩ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি