পুঁজিবাজারে সূচকের বড় পতন
প্রকাশিত : ১৭:৫৯, ১৩ অক্টোবর ২০২১
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ অক্টোবর) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৬৫.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৮.৪৪ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
একইভাবে ডিএসই-৩০ সূচক ৩২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭১৭.৫৬ পয়েন্টে। এর আগে ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
এদিকে, ডিএসইএস সূচক ২৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬৬.৬০ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। ডিএসইতে এদিন ১ হাজার ৯৪৪ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮২ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১১৮.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৭১০.৬৯ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
আর সার্বিক সিএএসপিআই সূচক ১৯৯.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১৬১.১৯ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
এছাড়া, সিএসআই সূচক ২২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫০.৯৩ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
এদিন সিএসইতে ৩১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। দিন শেষে সিএসইতে ৬১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা কম।
আরকে//
আরও পড়ুন