পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
প্রকাশিত : ১৬:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১৪৮টির, আর ৩৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৭৫০ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৯৩২ কোটি ৩৭ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১০৩টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
এসএইচ/
আরও পড়ুন