ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

পুকুরে ডুবে জনস্বাস্থ্য প্রকৌশলীর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৩৮, ৮ জুন ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে সাবেক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেলে উল্লাপাড়া পৌরসভার পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিস সংলগ্ন অফদা পুকুরে গোসলে নামলে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় পুকুরে সাঁতার দিলে হঠাৎ শ্বাসকষ্টে ডুবে তিনি মারা যান। 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

মৃত সামছুল হক (৭৫) উপজেলার চরশ্রীফলগাঁতী গ্রামের মৃত আবু কাঞ্চার ছেলে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সাবেক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সামছুল হক প্রতিদিনের ন্যায় পুকুরে গোসল করতে নামেন। তিনি প্রায় দিনই দীর্ঘ সময় গোসল করেন। বুধবার বিকেলে তার বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যান। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি