ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পুত্র সন্তানের বাবা হলেন উইলিয়ামসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২৩ মে ২০২২

দ্বিতীয় সন্তানের বাবা হলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। স্ত্রী সারাহ রাহিম ও উইলিয়ামসনের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নবজাতক সন্তানের ছবি দিয়েছেন উইলিয়ামসন। ছবিতে দেখা গেছে, মেয়ে ম্যাগি ও নবজাতক সন্তানকে কোলে নিয়ে জড়িয়ে রেখেছেন উইলিয়ামসনের স্ত্রী।

ছবির ক্যাপশনে লেখা, ‘ছোট্ট শিশু, তোমাকে স্বাগতম।’

নবজাতকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়ার পর উইলিয়ামসন ও তার স্ত্রীকে অভিনন্দের জোয়ারে ভাসিয়েছে বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররা।
আফগানিস্তানের স্পিনার রশিদ খান লিখেছেন, ‘অভিনন্দন কেন মামা।’

নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেল লিখেছেন, ‘মাশাল্লাহ ভাই, শান্তি ও আশীর্বাদে ভরে উঠুক পুরো পরিবার।’

উইলিয়ামসনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্লাব সানরাইজার্স হায়দরাবাদ লিখেছে, ‘রাইজার্স ক্যাম্প থেকে কেন মোয়ার পরিবার ও তাদের নতুন সুন্দর সদস্যকে আমাদের ভালোবাসা জানাই।’

দ্বিতীয় সন্তানের আগমনে চলমান আইপিএলের মাঝপথেই দেশে ফিরে যান উইলিয়ামসন। ১৮ মে আইপিএল ছাড়েন তিনি। খুব শীঘ্রই ইংল্যান্ড রওনা দিবেন নিউজিল্যান্ড অধিনায়ক। কারন ২ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি