পুনঃখননের ৬ মাসের মধ্যেই কেরাণীগঞ্জের খাল ভরাট
প্রকাশিত : ১৩:১৫, ৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:২৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮
পুনঃখননের ছয় মাসের মধ্যেই ভরাট হয়ে গেছে কেরাণীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল। শিল্প বর্জ্যরে কারণে অনেক স্থানে একেবারেই সরু হয়ে গেছে বুড়িগঙ্গা নদীর শাখা খালটি। পানি প্রবাহ না থাকায় চলতে পারছে না নৌ-যানও। আবারও খালটি খনন করে নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের।
ছয় মাস আগে ১০ কোটি টাকা ব্যয়ে শুভাঢ্যা খাল খনন করেছিল পানি উন্নয়ন বোর্ড। তবে প্রশাসনের নজরদারি না থাকায় আবারও ভরাট হয়ে গেছে খালটি।
স্থানীয় তৈরি পোশাক ব্যবসায়ীদের পণ্য আনা-নেওয়ার অন্যতম পথ ছিল শুভাঢ্যা খাল। ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে নৌ-যান চলাচল। ফলে পাইকারদের কাছে পণ্য পৌঁছে দিতে দ্বিগুন অর্থ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
খালটি আবার খনন করে নৌ-পথটি সচল করার দাবি স্থানীয়দের। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন উপজেলা চেয়ারম্যান।
দখল ও দূষণের হাত থেকে খালটিকে বাঁচাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
এসএইচ/
আরও পড়ুন