পুরস্কার ও পরিসংখ্যানে একাদশ আইপিএল
প্রকাশিত : ০৮:৪০, ২৮ মে ২০১৮
ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে পরাজিত করে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সাতবার ফাইনালে উঠে তৃতীয় খেতাব তাদের।
একনজরে দেখে নেওয়া যাক আইপিএল-১১’র পুরস্কার তালিকা। চোখ বুলিয়ে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য-পরিসংখ্যানেও।
আইপিএল-১১ পুরস্কার তালিকা :
চ্যাম্পিয়ন : চেন্নাই সুপার কিংস
রানার্স : সানরাইজার্স হায়দরাবাদ
পারফেক্ট ক্যাচ অফ দ্য ম্যাচ : সুরেশ রায়না
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ : শেন ওয়াটসন
স্টাইলিস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ : লুঙ্গি এনগিদি
উদ্ভাবনী পুরস্কার (ম্যাচ) : মহেন্দ্র সিং ধোনি
ম্যান অফ দ্য ম্যাচ : শেন ওয়াটসন
সেরা মাঠ ও পিচ : ইডেন গার্ডেন্স
এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার : ঋষভ পন্ত
ফেয়ার প্লে ট্রফি : মুম্বই ইন্ডিয়ান্স
পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন : ট্রেন্ট বোল্ট
সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন : সুনীল নারিন
স্টাইলিস্ট প্লেয়ার অফ দ্য সিজন : ঋষভ পন্ত
উদ্ভাবনী পুরস্কার (সিজন) : মহেন্দ্র সিং ধোনি
বেগুনি টুপি : অ্যান্ড্রু তাই
কমলা টুপি : কেন উইলিয়ামসন
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : সুনীল নারিন
আইপিএল-১১ পরিসংখ্যান :
সর্বোচ্চ ব্যক্তিগত রান : কেন উইলিয়ামসন (৭৩৫)
সর্বাধিক উইকেট : অ্যান্ড্রু তাই (২৪)
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : ঋষভ পন্ত (অপরাজিত ১২৮)
সেরা বোলিং : অঙ্কিত রাজপুত (৫/১৪)
সর্বাধিক ছক্কা : ঋষভ পন্ত (৩৭)
সর্বাধিক চার : ঋষভ পন্ত (৬৮)
সর্বাধিক ডট বল : রশিদ খান (১৬৭)
সর্বোচ্চ দলগত ইনিংস : কেকেআর (২৪৫/৬)