পুরান ঢাকায় অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব [ভিডিও]
প্রকাশিত : ২২:২৩, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৩০, ১৬ জানুয়ারি ২০১৮
ঐতিহ্যের পৌষ সংক্রন্তি উদযাপনে পুরান ঢাকায় অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী ঘুড়ি উৎসব। ঘুড়ি উড়ানো, বাজি ফোটানোসহ নানা আয়োজনে উৎসবে মাতে ঢাকাবাসী। প্রতিবছরের এ উৎসবকে পারিবারিক-পরম্পরায় টিকিয়ে রাখার আশা আয়োজকদের।
আকাশে রঙ বে রঙের নানান ঘুড়ি। যেন বাঁধন হারা পাখি উড়ছে। সাকরাইন উৎসব-ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও পুরান ঢাকাবাসীর এ আয়োজন। মুলত পৌষ মাসের শেষদিন এবং মাঘের শুরুর দিনটিতে হয় পৌষ সংক্রান্তি। আর এ সময়কেই উৎসব হিসেবে দীর্ঘদিন ধরে পালন করছেন পুরান ঢাকার বাসিন্দারা।
বাড়ির ছাদে পরিবারের ছোটবড় সবাই, একইসাথে আশপাশ ও দূরের আত্মীয় পরিজন মিলে এমন আয়োজন- যেনো প্রাণের মিলনমেলা। গান বাজনা আর নানা রকম খাবার আয়োজন থাকে সাকরাইন উৎসবে। আর বংশ পরম্পরায় তা ধরে রাখতে চান আয়োজকরা।
আর
আরও পড়ুন