ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুরীর সৈকতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার রসায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৩২, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘প্রাক্তন’র পর ‘দৃষ্টিকোণ’-এ আবারও একসঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণা। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ জুটিকে দেখা গেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমাতে। শুধু জুটি নয়, সিনেমার পর্দার বাইরেও টালিগঞ্জে একসময় তাঁদের রসায়ন বেশ আলোচনায় ছিল।

তারপর মাঝে অনেকগুলো বছর মুখোমুখি না হলেও আবরও প্রাক্তনের সঙ্গে জুটি বেঁধেছেন ঋতু। সময় বদলেছে, তার সঙ্গে বদলেছে আরোও অনেক কিছুই। এবার ‘দৃষ্টিকোণে’ পুরীর সৈকতে জলকেলিতে মাতলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণীর আগামী সিনেমা ‘দৃষ্টিকোণ’র শ্যুটিংয়ের সিনেমা সমুদ্রতীরে একসঙ্গে সেলফিও তুলেছেন এই জুটি। পূজা দিলেন পুরীর পুরুষোত্তম ধামে। শ্যুটিংয়ের সব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে ‘প্রাক্তন’-এ একসঙ্গে এই জুটি কাজ করলেও আউটডোরে শ্যুটিং কিন্তু করেননি তাঁরা। সেক্ষেত্র দীর্ঘ ১৬ বছর পর কৌশিক গাঙ্গুলির এই সিনেমার জন্যই আউটডোরে গেলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। আবারও একবার একে অপরের হাত ধরে একসঙ্গে ভেজা বালিতে পথ হাঁটলেন তাঁরা।

যদিও এই সিনেমাতে কিন্তু ঋতুপর্ণা নন, প্রসেনজিতের স্ত্রীর চরিত্রে দেখা যাবে পরিচালক কৌশিক গাঙ্গুলির স্ত্রী চূর্ণী গাঙ্গুলিকে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি