ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

পুরুষের যে সমস্যায় সন্তান হয় না: ডা. কাজী ফয়েজা আক্তার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:২৮, ৯ অক্টোবর ২০১৮

ডা. কাজী ফয়েজা অাক্তার

ডা. কাজী ফয়েজা অাক্তার

কেউ সন্তান গর্ভে আসা ঠেকাতে চেয়েও পারে না, অজান্তেই সন্তান চলে আসে গর্ভে। আবার অনেকে বছরের পর বছর চেষ্টা করেও সন্তানের বাবা-মা হতে পারে না। এর বহু কারণ থাকতে পারে।

সন্তান জন্মদানে অক্ষমতার একটি দিক হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। আমরা এখন জাঙ্ক ফুডে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে, অনেকেই অতিরিক্ত ওজনের হয়ে যাচ্ছি। ওবেসিটি সন্তান জন্মদানে অক্ষমতার একটা বড় কারণ।

কারণ, যখনই মেয়েরা স্থূলকায় হয় তখনই তাদের শরীরে হরমোন ভারসাম্যহীন হয়ে পড়ে। পলিসিস্টিক ওভারী একটা বড় সমস্যা যার প্রধান কারণ ওবেসিটি। যখনই একটা মেয়ের ওজন বাড়ে আট থেকে দশ কেজি তখনই তার শরীরের প্রত্যেকটা হরমোন ধীরে ধীরে ভারসাম্য হারায়। এটা দিনকে দিন বাড়তে থাকে ও প্রকট হতে থাকে। 

হরমোন ভারসাম্য হারানোর সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে প্র্যাগনেন্সি না হওয়া। এর ফলে আমাদের দেশে মেয়েদের সন্তান ধারনে সমস্যা হচ্ছে।

সন্তান না হওয়ার জন্য মেয়েরা যেমন দায়ী তেমনি ছেলেরাও দায়ী। সন্তান ধারনের জন্য নারী ও পুরুষ উভয়ের ভূমিকা আছে।

তবে আমাদের দেশে ছেলেরা এমন সমস্যা নিয়ে আমাদের ( গাইনী ডাক্তার) কাছে আসতে চায় না। অধিকাংশ সময় দেখা যায় মেয়েটা একা আসে এবং বলে প্র্যাগন্যান্সি ট্রিটমেন্ট করবে।

আমরা যদি বলি, স্বামীকে নিয়ে আসতে হবে। স্বামীরও কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। তখন তারা বাসায় গিয়ে বললে স্বামী তাতে রাজি হয় না। তখন তারা বলে, না আমার তো কোনো সমস্যা নাই।

এজ এ ম্যান তার আউটলুকিং খুব সুন্দর হতে পারে। কিন্তু সে যে সন্তান জন্মদানের জন্য ফিট তা নাও হতে পারে।

তাই আমরা যদি সন্তান জন্ম দেওয়ার চিকিৎসা দিতে যাই তাহলে আমরা মেয়েটির নানা বিষয় অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করব। পাশাপাশি স্বামীর একটি টেস্ট অন্তত সিমেন এ্যানালাইসিস অবশ্যই করতে হবে। এই টেস্টে বুঝা যাবে তিনি সন্তান জন্মদানের জন্য ফিট আছেন কি-না?

যদি সেই সিমেন টেস্ট নরমাল থাকে তাহলে স্বামীর আর কোনো টেস্ট করার দরকার পড়ে না। কিন্তু যদি সিমেন টেস্টে কোনো ঝামেলা থাকে তাহলে তাকেও আরও ইনভেস্টিগেশন করতে হবে।

**লেখক: ডা. কাজী ফয়েজা আক্তার, এমবিবিএস, এফসিপিএস, এমসিপিএস। কনসালটেন্ট, ইমপালস হাসপাতাল। ও সহকারী অধ্যাপক, গাইনী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন।

/ আ আ / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি