পুরোদেশেই জেঁকে বসেছে শীত, বাড়ছে শীতজনিত রোগ
প্রকাশিত : ০৮:৪৯, ১৭ জানুয়ারি ২০২৪ | আপডেট: ০৮:৫০, ১৭ জানুয়ারি ২০২৪
কাজের ফাঁকে খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা
কয়েক দিন ধরে পুরো দেশেই জেঁকে বসেছে শীত। ঘনকুয়াশা আর কনকনে বাতাসে জনজীবন স্থবির। কাজে বের হতে পারছে না সাধারণ খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা মৌলভীবাজারের বিভিন্ন এলাকা। এখানে আজ সর্বনিন্ম তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। কনকনে হাওয়ায় জনজীবন স্থবির।
শৈত্য প্রবাহ চলছে রংপুর অঞ্চলে। ১১ দিন ধরে সুর্যের মুখ দেখেনি এ অঞ্চলের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছে অসহায় সম্বলহীন ছিন্নমূল হতদরিদ্র আর দিনমজুর। কাজ করতে গিয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষজন। ফলে কাজের ফাঁকে শুকনো খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ।
সিরাজগঞ্জে দিনের চেয়ে রাতে শীতের মাত্রা হয় আরও বেশি।
শীতের প্রকোপ বেড়েছে মোংলাসহ সংলগ্ন সুন্দরবন উপকূলে। শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করছে জনপ্রতিনিধিরা।
মাদারীপুরে গত ৫ দিন ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।
ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় গাইবান্ধার কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে দরিদ্র মানুষ।
বান্দরবানেও জেঁকে বসেছে শীত। ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন নিম্নআয়ের মানুষ।
যশোরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
এর মধ্যে বৃষ্টি হতে পারছে বলছে আবহাওয়া অফিস।
এএইচ
আরও পড়ুন