পুরোপুরি বন্ধ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন
প্রকাশিত : ১৪:৩৭, ৫ জুন ২০২৩ | আপডেট: ১৪:৪৪, ৫ জুন ২০২৩
জ্বালানি সংকটে ২৫ দিনের জন্য বন্ধ হলো দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রার উৎপাদন।
সোমবার দুপুর থেকে বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণাঙ্গরুপে বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ২৫ জুনের মধ্যে কয়লা আমদানী করে ১ জুলাই থেকে ফের উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্রটি।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত কয়লা আমদানীতে ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া পড়ে। ডলার সংকটে বিল পরিশোধ করতে না পারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কয়লা সরবরাহ বন্ধ করে দিলে জ্বালানি সংকটে গত ২৫ মে বন্ধ হয় বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন।
অবশিষ্ট কয়লা দিয়ে অপর ইউনিটের উৎপাদন চালু রাখা হলেও সোমবার দুপুর ১২টা ৪০ মিনিট বন্ধ হয় সেটিও।
জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশব্যাপী শুরু হয় লোডশেডিং। প্রায় ৪৫ শতাংশ বিদ্যুৎ ঘাটতিতে তীব্র গরমের মধ্যে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না পেয়ে নাকাল সাধারণ মানুষ। জনজীবনে নেমে আসে চরম অস্বস্তি।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) শাহ আব্দুল হাসিব জানান, বৈশ্বিক পরিস্থিতি ও ডলার সংকটের কারণে আমাদের এলসি খুলতে একটু দেরী হয়ে যায়। এটি সাময়িক একটি সমস্যা। বিশ্ব ব্যাংকের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করা হয়েছে। আগামী ২৫ জুনের মধ্যে কয়লাবাহী জাহাজ জেটিতে আসবে বলে আশা করা যাচ্ছে।
জাহাজ আসার ৩-৪ দিনের মধ্যে কয়লা আনলোড করে আগামী ১ জুলাইের মধ্যে ইউনিটগুলো চালু হবে বলে জানান এই প্রকৌশলী।
এএইচ
আরও পড়ুন