‘পুলিশের উপর হামলাকারীরা অনুপ্রবেশকারী’
প্রকাশিত : ১৪:১৮, ৩১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:১৩, ৩১ জানুয়ারি ২০১৮

হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলায় অনুপ্রবেশকারীরা জড়িত বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার ও নেতাকর্মীদের বাসায় পুলিশের তল্লাশির প্রতিবাদে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হাইকোর্টের সামনে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও প্রিজনভ্যান থেকে আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতরা ‘অনুপ্রবেশকারী’।
তিনি বলেন, ‘বলা হচ্ছে, পুলিশের ভ্যান থেকে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কারা এই হামলা চালিয়েছে, তাদের আমরা চিনতে পারছি না। আমরা আশঙ্কা করছি, তারা অনুপ্রবেশকারী। তাদের সম্পর্কে আমরা কোনো কিছু জানি না। আমরা ধারণা করছি, নাশকতার করার জন্য তারা এটা করেছে।
পুলিশ এ ঘটনার পর ৭০ জনকে আটক করেছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখনই মানুষ নির্বাচন চায়, তখনই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়। সরকার এসবের মধ্য দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করছে। এর পেছনে মূল কারণ হচ্ছে, যাতে গায়ের জোরে ক্ষমতায় থাকা যায়।’
/ টিআর / এআর /
আরও পড়ুন