ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পুলিশের বেপরোয়া চাঁদাবাজি আর অবৈধ ট্রাক টার্মিনালে চট্টগ্রামে বাড়ছে যানজট

প্রকাশিত : ১১:৩৫, ৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৩৫, ৬ আগস্ট ২০১৬

চট্টগ্রাম মহানগরী জুড়ে চলছে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি। এই সুযোগ কাজে লাগিয়ে নগরীর বিমানবন্দর সড়কসহ ভিআইপি সড়কে গড়ে উঠেছে অবৈধ ট্রাক টার্মিনাল। এ’ কারণে নগরীতে তীব্র যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। এ’জন্যে ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনাকে দায়ী করলেন স্থানীয়রা। এটি চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম এলাকা সল্টগোলা রেলক্রসিং এলাকার দৃশ্য। চট্টগ্রামের এই ভিআইপি সড়কে অনেকটা প্রকাশ্যে চলছে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি। ফলে এই মোড়টিতে প্রতিনিয়ত লেগে থাকে যানজট। এতে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়তে হয় বিমানবন্দর গামী যাত্রীসহ চাকুরীজীবি ও শিক্ষার্থীদের। শুধু সল্টগোলা রেলক্রসিং নয়। কাঠগড় থেকে বিমানবন্দর পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত সড়কের দু’ পাশে এভাবেই গড়ে উঠেছে অবৈধ টার্মিনাল। নগরীতে যানজটের জন্য ট্রাফিক পুলিশের চাঁদাবাজিকে দুষলেন পরিবহন শ্রমিকরা। অভিযোগ, চাহিদা অনুযায়ী টাকা না দিলে হয়রানির শিকার হন তারা। এই অব্যবস্থাপনার কারনে প্রতিদিনই বিভিন্ন সড়কে ঘটছে দুর্ঘটনা। এদিকে চাঁদাবাজির দৃশ্য ধারণ কালে একুশে টিভির ক্যামেরার দিকে তেড়ে আসেন এই ট্রাফিক সার্জেন্ট। তবে যানজটের জন্য বন্দরের অব্যবস্থাপনাকে দায়ী করছেন ট্রাফিকের উর্ধতন কর্মকতারা। নগরীর যানজট সমস্যা সমাধান এবং ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি বন্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি