ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

পুলিশের সাবেক ডিসি মশিউরসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ২৭ অক্টোবর ২০২৪

ডিবির লালবাগ জোনের সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালসহ ৫ জনের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মীর আশরাফ আলী আজমকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা হয়। 

রোববার (২৭ অক্টোরব)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে মামলা দায়ের করেন সাবেক কাউন্সিলর নিজেই।

মামলার অন্য আসামিরা  হলেন, ডিবির কোতোয়ালি জোনের সাবেক এডিসি ইয়াসির আরাফাত, লালবাগ জোনের পুলিশ পরিদর্শক শের আলম ও পুলিশের উপপরিদর্শক (এসআই) পলাশ চৌধুরী দীপন। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজম জবানবন্দিতে আদালতকে বলেন, এডিসি মোস্তফা কামাল আমার ওপর পাশবিক নির্যাতন করেছে। আমার কোমরের হাড় ভেঙে ফেলেছে। দোষ ছিল আমি বিএনপি করি। আমি এর বিচার চাই।

আদালত শুনানি শেষে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জহির রায়হান জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার আরজিতে বলা হয়, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৭ জুলাই বাদী সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম ঘুমন্ত থাকা অবস্থায় ডিবি লালবাগ জোনের তৎকালীন ডিসি মশিউর রহমান এবং এডিসি মোস্তফা কামালের নেতৃত্বে বাকি আসামিরাসহ ২০-২৫ জন ডিবি পুলিশ তাঁর বাসা ঘেরাও করে। 

এরপর দারোয়ানকে মারধর ও গেটের তালা ভেঙে বাসায় প্রবেশ করে। বাসায় থাকা স্ত্রী ও ছেলে ব্যারিস্টার মীর মুহতাসিমের সামনে বাদী মীর আজমকে টেনে হিঁচড়ে বের করে। বাদী যেতে না চাইলে দুই তলা থেকে মারধর ও ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। 

এ সময় সাবেক কাউন্সিলর মীর আলী আজমের কোমরের হাড় ভেঙে যায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় দীর্ঘ ৬ মাস চিকিৎসাধীন থেকে একটু সুস্থ হলেও এখনো স্বাভাবিকভাবে হাঁটতে অক্ষম বাদী।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি