ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পুলিশ ব্যারাকের পাঁচতলা থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:১৩, ৪ আগস্ট ২০১৭

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলিশ লাইনসের ব্যারাকের পাঁচতলা ভবন থেকে পড়ে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। শুক্রবার সকার সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম শরিফুল ইসলাম (২০)। তার বাড়ি ময়মনসিংহে বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, শরিফুল ওই ব্যারাকে থাকতেন। ভবনটির বারান্দায় রেলিং নেই। সকাল ৮ টার দিকে পাঁচতলা থেকে শরিফুল নিচে পড়ে যান। সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিরপুর পুলিশ লাইনসের মেজর হারুন অর রশিদ জানান, শরিফুল ইসলাম ৩ মাস আগে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন। মিরপুর পুলিশ পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টে (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন তিনি। লাইনের ৯ নম্বর ভবনের ৬ তলায় থাকতেন শরিফুল। সকালে বারান্দার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি