ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘পুলিশ ভ্যানে হামলাকারীদের রেহাই নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনীর ওপর যারা হামলা করেছে তারা কেউ রক্ষা পাবে না। তাদেরকে এর মাশুল গুনতে হবে।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রফতানি বাড়ানোর লক্ষ্যে ১৬টি দেশের অংশগ্রহণে আয়োজিত ‘১৩তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা- ২০১৮’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটি অনুপ্রবেশকারিরা করেছেন। আমি অনলাইনে এসব দেখলাম। এছাড়া হামলার ঘটনা টেলিভিশনে সারা দেশের মানুষ দেখতে পেয়েছে। এর আগেও তারা দেশ অরাজকতা করেছে। কিন্তু কোনো লাভ হয়নি। এবারও হবে না।

তিনি বলেন, তাদের নেত্রীর আদালতে প্রায় প্রতিটি হাজিরায় যাওয়া কিংবা আসার সময় গোলযোগ হয়। এসব করে কোনো লাভ হবে না। এভাবে করে কেউ ক্ষমতায় আসতে পারেনি। গতকাল তারা যে কাজ করেছে, তারা ভুল করেছে। এর মাশুল তাদের দিতেই হবে।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘এর আগে আমরা বিএনপিকে ডেকেছি। তারা আসেনি। সংলাপের আর প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এ ডিসেম্বরই নির্বাচন করবে নির্বাচন কমিশন। যারা আসার আসবে, যারা আসবে না তারা ভুল করবে।’

বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম প্রমুখ।

 

 

এসি/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি