ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুড়ে গেছে হেলিকপ্টারের পুরো কেবিন, জীবিত থাকার লক্ষণ নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ২০ মে ২০২৪ | আপডেট: ০৯:৫০, ২০ মে ২০২৪

উদ্ধারকারী দল

উদ্ধারকারী দল

Ekushey Television Ltd.

দুর্ঘটনাস্থলে "হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোন চিহ্ন" পাওয়া যায়নি। তাই ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং তার সাথে থাকা কর্মকর্তাদের মৃত বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির রেড ক্রিসেন্টের বরাত দিয়ে সোমবার সকালে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানি রেড ক্রিসেন্টের প্রধান বলেছেন, উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। আর কয়েক মিনিটের মধ্যেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে যাচ্ছে উদ্ধারকারী দল। আমরা উদ্ধারকারী দলের কাছ থেকে ভিডিও পাচ্ছি। তারা বলছেন, হেলিকপ্টারের পুরো কেবিন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে। এখন পর্যন্ত সাইটে বেঁচে থাকার কোন চিহ্ন নেই।

রেড ক্রিসেন্টের প্রধান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন যে তারা দুর্ঘটনাস্থলটি আবিষ্কার করেছে।

ইরানের ওয়েবসাইট এবং টেলিগ্রাম চ্যানেলগুলোতে এই মুহূর্তে একটি স্থির চিত্র প্রচারিত হচ্ছে, যা একটি পাহাড়ী এলাকায় একধরনের ধ্বংসাবশেষ দেখাচ্ছে।

এই প্রথম ইরান এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যেখানে একজন প্রেসিডেন্ট হেলিকপ্টারে আছেন এবং সেখানে অনেক অনিশ্চয়তা রয়েছে। রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর উধাও হয়ে যেতে তারা কখনও দেখেনি।

সবাই প্রেসিডেন্টকে খুঁজছেন। এমনকি বিদেশী দেশগুলো অনুসন্ধানে সহায়তা করতে আসছে। বিশেষ করে তুরস্ক তাদের ড্রোন পাঠাচ্ছে এবং রাশিয়ানরা তাদের সরঞ্জাম পাঠাচ্ছে।

দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি