পূর্ণতা-অপূর্ণতার আট বছর
প্রকাশিত : ১৪:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২১
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আট বছর অতিক্রম করেছে। অ্যাকাডেমিক পড়াশোনায় দক্ষ, নৈতিক মানে সমুন্নত একদল সংবাদকর্মী তৈরির ব্রত নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করেছিল বিভাগটি।
দেখতে দেখতে আট বছর অতিবাহিত হয়ে গেছে। নানারকম সীমাবদ্ধতা, অবকাঠামো, সাজসরঞ্জাম, ফোবিয়া (অযৌক্তিক ভীতি), শিক্ষার্থী সঙ্কট প্রভৃতির মধ্যেও এগিয়ে চলছে তারা।
আট বছরের সফলতার মধ্যে কিছু শিক্ষার্থী কাজ করে যাচ্ছেন দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমে।
এ বিভাগের যাত্রা শুরু হয়েছিল সাংবাদিকতার প্রথিতযশা অধ্যাপক ড. জাহানগীর কবিরের নেতৃত্বে। তার নিরলস চেষ্টায় বিভাগের কাজ সাত বছরে অনেকটাই এগিয়ে গেছে। বর্তমানে বিভাগের নেতৃত্বে আছেন মেধাবী ও পরিশ্রমী ব্যক্তিত্ব রফিকুজ্জামান রুমান।
সম্প্রতি এ বিভাগের উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হয়ে গেল দেশের মিডিয়া অলিম্পিয়াড ২০২০। ইতোমধ্যে প্রথমব্যাচের একজন শিক্ষার্থী শতভাগ স্কলারশীপে তুরস্কে পড়াশোনা করছেন।
প্রতিটি বর্ষপূর্তিতে নানা আনুষ্ঠানিকতায় পূর্ণ থাকলেও এবার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের খেলাধুলা, আড্ডা, খুনসুটিতে মধ্যেই সিমাবদ্ধ ছিল।
আরও পড়ুন