ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পূর্ণ শক্তির ভারতের বিপক্ষে ইনজুরি ভারাক্রান্ত বাংলাদেশ

প্রকাশিত : ১৭:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের ফাইনালে তৃতীয় বারের মতো ওঠেছে টাইগাররা। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে বরারবই অভিজ্ঞতার কাছে হেরেছে টাইগাররা।

তবে এবার দেশবাসী আশায় বুক বেঁধেছে হয়তো এশিয়ার শিরোপা নিজের ঘরে তুলতে পারবে। 

কিন্তু একইসঙ্গে শংকাও কম নয়। কারণ ইনজুরিতে ভারাক্রান্ত টাইগাররা। তামিম ইকবাল প্রথম ম্যাচেই ইনজুরিতে ছিটকে পড়েছেন টুর্নামেন্ট থেকে।   আর বিশ্বসেরা অলরাউন্ডার বোলিং ব্যাটিং এর অন্যতম ভরসার জায়গা সাকিব আল হাসান আঙ্গুলের ইনজুরিতে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন খেলা থেকে।

তামিমের ইনজুরিতে দলে ওপেনিং করছেন লিটন দাস ও সৌম্য সরকার। কিন্তু কেউই ওপেনিং জুটিতে ভাল কোনো শুরু এনে দিতে পারেননি টাইগারদের জন্য।

অন্যদিকে দীর্ঘ বিশ্রাম শেষে বাংলাদেশের বিপক্ষে আজ মাঠে নেমেছে ভারতীয় দলের মূল খেলোয়াড়রা।

দর্শকদেরও চাওয়া ওপেনিং জুটিতে ভালো করুক টাইগাররা। তুলে আনুক এশিয়ার শিরোপা নিজেদের ঘরে।

বাংলাদেশ দল: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন অপু, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

 

ভারতীয় দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, জুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি