ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন করেন শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-১৫)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২০:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে ঢাকায় আসার ৪ মাসের মধ্যে শেখ মুজিব গঠন করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। সময়টা ১৯৪৮ সালের ৪ জানুয়ারি। ফজলুল হক হলের মিলনায়তনে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সভাও হয়। ঘটনার দু’মাস পর সংগঠনের নেতাকর্মীরা বাংলাভাষার দাবিতে মুখ খোলেন। এটি ১৯৪৮ সালের ১১ মার্চ। এর আগে ২ মার্চ গঠন হয় সর্বদলীয় সংগ্রাম পরিষদ।  

বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে হরতাল চলছিল। শেখ মুজিব উচ্চ আদালত ও কার্জন হল এলাকায় হরতাল করতে গিয়ে গ্রেফতার হন। ভাষা আন্দোলন ও ছাত্রলীগ গঠনে সঙ্গী হিসেবে পেয়েছিলেন নইমউদ্দিন আহমদ, মোহাম্মদ তোয়াহা, মোল্লা জালালউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, দবিরুল ইসলামের মতো নেতাদের। সংগঠনের ব্যানারে অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে সফল হয়েছিলেন মুজিব। কেউ কেউ অবশ্য পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগকে সাম্প্রদায়িক সংগঠন হিসেবে গণ্য করে যুক্ত হতে গড়িমসি করেছেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই শেখ মুজিবুর রহমান সম্পৃক্ত ছিলেন যুব আন্দোলনে। আইন বিভাগে পড়ার সুবাদে তিনি অন্যতম প্রধান ছাত্রনেতা হিসেবে অপরাপর শিক্ষার্থীর কাছে সুপরিচিত হন। এ সময় তিনি সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়েন। গরিব, বেকার ছাত্রদের পড়ালেখা চালাতে বলিষ্ঠভাবে পাশে দাঁড়ান। মেহনতি মানুষ, শ্রমিক কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে সমাজতন্ত্রকেই সমাধান হিসেবে মান্য করেন মুজিব।   

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি