ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পৃথক সড়ক দুর্ঘটনায় সারাদেশে ৫ জন নিহত

প্রকাশিত : ২০:২২, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:২২, ১ ফেব্রুয়ারি ২০১৬

accidentপৃথক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, ভালুকা, দোহার ও রংপুরের বদরগঞ্জে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৫ জন। সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে বাস চাপায় বাইসাকেল আরোহী নিহত হয়েছে। সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের চালক। এ ঘটনায় আহত হয় ১০ জন। ভালুকার মেহেরাবাড়ীতে বাসউল্টে ১ যুবক নিহত ও ১৫জন আহত হয়েছে। কর্মস্থলে যাবার পথে দোহারের বাঁশতলা এলাকায় একটি পিকআপ ভ্যানের চাপায় নিহত হন এক স্কুল শিক্ষক।  এদিকে ভোরে ঘন কুয়াশায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৩০ জন ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি