পেইন্সকে সাক্ষাৎ দেবেন না মাহমুদ আব্বাস
প্রকাশিত : ২০:০১, ১০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২০:০২, ১০ ডিসেম্বর ২০১৭
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেইন্সের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কোন সাক্ষাৎ করবেন না বলে জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে পূর্বনির্ধারিত সাক্ষাতের বিষয়টি ফিলিস্তিন বাতিল করতে পারে, এমন আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক স্থগিত না করতে ফিলিস্তিনিকে হুশিয়ারি দিয়েছিলেন।
ট্রাম্পের হুশিয়ারির এক দিনের মাথায় রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসে মাইক পেইন্সের সঙ্গে মাহমুদ আব্বাস কোন সাক্ষাৎ করবেন না। এমনকি পেইন্সকে দেশটিতে স্বাগত জানানো হবে না বলেও হুশিয়ারি দেয় তারা।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিকি এক বিবৃতিতে বলেন, পেইন্সের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠকটি বাতিল করা হয়েছে।
এদিকে মিশরের কপটিক চার্চের প্রধান পুরোহিতও মাইক পেইন্সের সঙ্গে বৈঠক বাতিল করেছে বলে জানা গেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক পবিত্রভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে বৈঠক বাতিল করেছেন তাঁরা।
সম্প্রতি মার্কিন দূতাবাস তেল-আবিব থেকে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে ফিলিস্তিনিরা ব্যাপক প্রতিবাদ সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
সূত্র: আল-জাজিরা
এমজে/এএ
আরও পড়ুন