ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

পেট্টোবাংলা ১৩ কোম্পানির আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৪:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ঠিকাদারমুক্ত নিয়োগের দাবিতে ও জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে পেট্টোবাংলার আওতাধীন ১৩টি প্রতিষ্ঠানের আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) কারওয়ানবাজারস্থ পেট্টোবাংলা অফিসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এই কর্মসূচিতে অসংখ্য কর্মিরা যোগ দেন এবং তাদের দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন।

গত শনিবার চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় অন্তত ৪ জন আহত হন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি